নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৪শ ৫৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন,তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা এ্যামিলি জান্নাত, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যান্তরিন জলাভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হলো। আপনাদের সার্বিক সহযোগীতায় পোনা গুলো মাছে পরিনত হলে উপজেলার মানুষের আমিষের চাহিদা অনেকটাই পূরণ হবে। পোনামাছ শিকার করা দন্ডনীয় অপরাধ। আপনারা ভূলেও এ কাজটি করবেন না। আসুন সবাই মিলে দেশটিকে মৎস্য সম্পদে ভরে তুলি।