নিজস্ব প্রতিবেক
সিরাজগঞ্জের তাড়াশে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০নভেম্বর (রবিবার) দুপুর ১২টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মোঃ আতিকুর রহমান এসএমসি ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আপেল মাহমুদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
তিনি বক্তব্যে বলেন, আজকে তোমরা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য প্রথম স্তর অতিক্রম করবে। তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যত। তোমাদেরকেই দেশ ও দেশের কল্যানে ভবিষ্যতে কাজ করতে হবে। প্রাথমিক স্তর শেষ করে তোমরা ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হবে। তোমাদের পড়া লেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে। তোমাদের মোবাইল ব্যবহার করা যাবে না। তোমাদের লেখাপড়ার পাশপাশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তোমাদের পড়ালেখার পাশাপাশি বাস্তবসম্মত জ্ঞান অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মনিরুজ্জামান খলিফা ইনস্ট্রাক্টর,উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার, মোঃ রেজাউল করিম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোঃ মনিরুজ্জামান হোসেন,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
এ সময় অন্যানদের মধ্য বক্তব্য রাখেন, মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক তাড়াশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অধ্যাপক মোঃ সাব্বির আহম্মেদ, সভাপতি তাড়াশ প্রেসক্লাব, এম ছানোয়ার হোসেন সাজু,সাধারণ সম্পাদক তাড়াশ প্রেসক্লাব,সভাপতি তাড়াশ উপজেলা শিক্ষক সমিতি অমর ফারুখ প্রমুখ।