• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ

admin / ১০ টাইম ভিউ
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে তাড়াশ দলিল লেখক সমিতির চত্বরে ওই দোয়া মাহফিল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক। অনুষ্ঠানের শুরুতেই অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে এক বিশেষ দোয়া করা হয়।
এরপর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, দুলাল হোসেন, সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, ছাত্রদলসহ বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন্ স্তরের নেতৃবৃন্দ। বক্তাগণ এ আসনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সভাপতি স.ম আফসার আলী তাঁর স্বাগত বক্তব্যে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ভিপি আয়নুল হকের প্রতি অকুন্ঠ সমর্থন প্রদান করেন এবং ধানের শীষের বিজয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে নেতা-কর্মীদের ভোট প্রার্থনার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত, দেশনেত্রী খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সকল ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আমি আপনাদেরই ভাই, সকলকে সাথে নিয়ে এ আসনে বিজয় লাভ করে আসনটি তারেক জিয়াকে উপহার দিতে চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে। কিন্তু বিজয় লাভ করতে হলে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন। তাই আসুন মান অভিমান ভূলে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর