ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃজেলা ক্রীড়া কার্নিভাল ২০২৫–এর শিরোপা জিতেছে নওগাঁ জেলা স্টুডেন্ট এসোসিয়েশন। রোমাঞ্চকর ফাইনালে ঢাকা জেলা স্টুডেন্ট এসোসিয়েশনকে টাইব্রেকারে হারিয়ে তারা এই গৌরব অর্জন করে।
বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয়। প্রথমার্ধে ঢাকা ১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে নওগাঁর তারকা খেলোয়াড় কিবরিয়া দারুণ এক গোল করে সমতা ফেরান । নির্ধারিত সময় ১–১ গোলে সমাপ্ত হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নওগাঁর খেলোয়াড়রা দুর্দান্ত দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেন। গোলকিপার মুগ্ধ একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-১ গোলে টাইব্রেকারে জয় পায় নওগাঁ জেলা স্টুডেন্ট এসোসিয়েশন।
ঐতিহাসিক এই জয়ের পর মাঠে ও গ্যালারিতে খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ম্যাচ শেষে নওগাঁ দলের অধিনায়ক কিবরিয়া বলেন, এই জয় শুধু আমাদের নয়, নওগাঁ জেলার সবার। আমরা কঠোর পরিশ্রম করেছি, তার ফল পেয়েছি। ফাইনালে গোল করে অবদান রাখতে পেরে গর্বিত।
নওগাঁ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও টিম ম্যানেজার নাহিদ হাসান বলেন, আমাদের টিমের প্রতিটি খেলোয়াড় তাদের সর্বোচ্চটা দিয়েছে। বিশেষ করে গোলকিপার মুগ্ধ আজ নওগাঁর নায়ক। এই জয় আমাদের প্রেরণা হিসেবে কাজ করবে।
এবারের ক্রীড়া কার্নিভালে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নওগাঁ প্রমাণ করেছে তাদের ফুটবল শক্তির সামর্থ্য। শিরোপা জয় তাদের জেলা ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায় যোগ করল।