নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলামবিরোধী আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। একইসঙ্গে এনজিও গোষ্ঠীর প্ররোচনায় হঠকারী কোনো সিদ্ধান্ত না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে সভাপতির লিখিত বক্তব্যে এসব বলেন তিনি।
লিখিত বক্তব্যে মহাসমাবেশে উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে হেফাজত আমির বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে জালিম হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পাই। যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতা আল্লাহর দান— গত পনেরোটি বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম। তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ২০১৩ সালে শাপলার গণহত্যা, ২১ সালে মোদিবিরোধী আন্দোলনে শহীদ, পিলখানা ও চব্বিশের জুলাই-আগস্টের সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য দোয়া করছি।
হেফাজত আমির বলেন, প্রিয় তৌহিদি জনতা! আপনারা জানেন, আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে। সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্রও থেমে নেই। উপরন্তু, মানবিক করিডরের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধের ক্ষেত্র বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমতাবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই-আগস্টের মতো ইস্পাত-কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবারও গড়ে তুলতে হবে।
মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দেশে ইসলামবিরোধী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি নারীবিষয়ক সংস্কার কমিশন কোরআনবিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফান্ডখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধি-বিধান, ঐতিহ্য ও পরিবারকাঠামো ধ্বংস করার পাশ্চাত্য পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে।
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, এনজিওবাদী গোষ্ঠীর প্ররোচনায় এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যা কোরআন-সুন্নাহর বিরুদ্ধে যায়। এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না।