নিজস্ব প্রতিবেদক:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃজেলা ক্রীড়া কার্নিভাল ২০২৫–এ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিয়েছে নওগাঁ জেলা স্টুডেন্ট এসোসিয়েশন। সেমিফাইনালে তারা প্রতিদ্বন্দ্বী সিরাজগঞ্জ জেলা স্টুডেন্ট এসোসিয়েশনকে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করে।
রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই নওগাঁর খেলোয়াড়রা আধিপত্য বিস্তার করে খেলে। আক্রমণভাগে কিবরিয়া ও তাহসিনের জুটি প্রতিপক্ষ রক্ষণের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। অপরদিকে গোলবারে দৃঢ় রক্ষণ গড়ে তোলেন গোলকিপার মুগ্ধ। শেষ পর্যন্ত দলীয় সমন্বয় ও কঠোর পরিশ্রমের ফলে নওগাঁ জয় ছিনিয়ে নিয়ে ফাইনালের টিকিট পায়।
জয়ের পর নওগাঁ টিমের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
টিমের অধিনায়ক কিবরিয়া বলেন , আমরা যে ফাইনালে উঠেছি এটা আমাদের জন্য গৌরবের বিষয়। নওগাঁ টিমকে লিড দিতে পেরে আমি গর্বিত। ফাইনালে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ।
নওগাঁ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও টিম ম্যানেজার নাহিদ হাসান বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও দলীয় সমন্বয়ের ফলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। আমাদের টিমে একজন কিবরিয়া আছে, তাকে সাপোর্ট দিচ্ছে স্টার প্লেয়ার তাহসিন, গোলকিপার মুগ্ধসহ প্রত্যেকজন প্লেয়ার। সবাই মিলে সর্বোচ্চটা দিয়েই ফাইনালে এসেছি। ইনশাআল্লাহ ফাইনালেও একই ধারাবাহিকতা বজায় থাকবে।
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ফাইনালে নওগাঁ জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিপক্ষ হবে শক্তিশালী ঢাকা জেলা স্টুডেন্ট এসোসিয়েশন । এই ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও সমর্থকরা উন্মুখ হয়ে অপেক্ষা করছেন।