নিজস্ব প্রতিবেদক
তাড়াশে ফসলী জমিতে পুকুর খননের দায়ে নাঈম হোসেন নামক এক এক্সেভেটর চালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় এক্সেভেটর ও ড্রাম ট্রাকের বেশ কয়েকটি ব্যাটারী জব্দ করা হয়। একই সাথে মাটি বহনকারী ড্রাম ট্রাক চালক জয়নাল, রুহুল, কাওসার, নয়নসহ পুকুর খননে সহায়তাকারী ৭ জনকে গ্রেফতার করে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের উত্তর মাঠে অভিযান চালায় সিরাজগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ফসলী জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।