নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে চাঁদাবাজির অভিযোগে মোঃ হাফিজুর রহমান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠন। হাফিজুর রহমান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
শুক্রবার (১২সেপ্টেম্বর ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ও পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপি ও যুবদল। আনীত অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় এবং পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষ্ট না হওয়ায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: হাফিজুর রহমানকে সদস্য সচিব পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,অদ্যকার তারিখ হইতে বহিষ্কৃত নেতা মোঃ হাফিজুর রহমানের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।