• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সিংড়ায় পূর্ব কলহের জেরে সমাজচ্যুত সুবাসের পরিবার  

admin / ৬৬ টাইম ভিউ
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের অন্তর্গত বসন্তপুর গ্রামের শ্রী সুবাস কুমার, তার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগী সুবাশ জানায়, তার পরিবারের সাথে পূর্বের অমীমাংসিত ঘটনার সূত্রে চলতি বছরের ২৮ শে জানুয়ারি এক তরফা সালিশে সুবাসকে দোষী সাব্যস্ত করে অন্যায় ভাবে সমাজচ্যুত করেন অত্র গ্রামের গ্রাম প্রধানেরা। এর ফলে গ্রাম প্রধানের ভয়ে সমাজের কোন পরিবার তার পরিবারের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না। এমনকি গ্রাম প্রধানদের ইশারায় মুদি দোকান ও বাচ্চার খাবারের দুধসহ সকল প্রকার লেনদেন বন্ধ করে দেয়া হয়েছে।

সমাজচ্যুত করার কারণ জানতে চাইলে সুবাস বলেন, আমার বাবা জীবিত থাকাকালীন প্রতিবেশী কাকা অমল চন্দ্র প্রামাণিকের পরিবারের সঙ্গে আমার পরিবারের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল, কিন্তু বাবার মৃত্যুর পরেও সেই অমীমাংসিত বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে আমার সঙ্গে ঝগড়া বিবাদ শুরু হয় এবং তার রেশ ধরেই মুলত আমার কাকা অমল চন্দ্র প্রামাণিক, অসৎ উদ্দেশ্যে গ্রামের কিছু লোকদের সঙ্গে ষড়যন্ত্র করে কথিত গ্রাম্য শালিস বসিয়ে আমার পরিবার ও আমাকে অন্যায় ভাবে সমাজচ্যুত করে, এবং আমার স্ত্রী ,১৮মাস বয়সী বাচ্চা এবং বৃদ্ধ মায়ের সঙ্গে সমাজের কাউকে কথা বলতে দিচ্ছেনা, এমনকি সামাজিক লেনদেন সব বন্ধ করে দিয়েছে। যার জন্য মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

প্রশাসনের কাছে আকুল আবেদন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার সাথে ঘটে যাওয়া এমন নির্মম অত্যাচারের ন্যায় বিচার চাই। যাতে আমি , আমার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি।

 

ন্যায্য বিচারের স্বার্থে সুবাস ও তার পরিবার সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ১৷ অমল চন্দ্র প্রামাণিক পিতা মৃত অনিল চন্দ্র প্রামাণিক, ২৷ হীরেন চন্দ্র চক্রবর্তী পিতা ষষ্ঠী চন্দ্র চক্রবর্তী, ৩৷ গৌতম চন্দ্র প্রামাণিক পিতা গৌর চন্দ্র প্রামাণিক, ৪৷ প্রশান্ত কুমার প্রামাণিক পিতা মৃত সন্যাস প্রামাণিক, ৫৷ আনন্দ চন্দ্র সরকার পিতা মৃত নীরেন্দ্র নাথ, ৬৷ বিপ্লব কুমার( বিপু) পিতা মৃত নীরেন্দ্র নাথ, ৭৷ শ্যাম সরকার পিতা মৃত দিনেশ চন্দ্র (খোকা) সকলের সাং বসন্তপুর সিংড়া, নাটোর।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গ্রাম প্রধান অমল চন্দ্র প্রামানিক বলেন, সমাজের নিয়ম-কানুন এবং আমাদের কথা মত না চলার কারণে তাকে সমাজচ্যুত করা হয়েছে। সুবাস এবং তার পরিবারের সাথে মিটমাট না হওয়া পর্যন্ত তার নিষেধাজ্ঞা তুলবেন না বলে সাফ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর