• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের গায়ে হাত তুললেন নারী শিক্ষার্থী

admin / ৫৪ টাইম ভিউ
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন  ড্রেক্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর গায়ে হাত তুলে লাঞ্ছিত করেছেন বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের সামনে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার এক পর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলীর মুখে থাপ্পড় মারেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি।

এ বিষয়ে ভুক্তভোগী সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলী ঢাকা পোস্টকে বলেন, আমরা সেদিন আমাদের দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা হলে গিয়েছিলাম। আমরা তো কারো শত্রু না। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের কথা শুনতে রাজি ছিল না। এর একপর্যায়ে আফসানা এনায়েত ইমি নামের এক শিক্ষার্থী আমার শরীরে আঘাত করেন।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আফসানা এনায়েত এমিকে একাধিকবার ফোন করালেও তিনি সাড়া দেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সেই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া চবি শাখা ছাত্রশিবির নিন্দা জানিয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে চবি ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, একজন শিক্ষক, যিনি ছাত্রদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেন। তার ওপর এ ধরনের হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা মনে করি, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর