• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহে নারীসহ ১৪ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত

admin / ৪১ টাইম ভিউ
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে টানা দুই ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে দালালদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের সেবাপ্রার্থীদের হয়রানি রোধে এমন অভিযান চালানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে প্রতারণা করছিল।

আটকদের মধ্যে রয়েছেন—মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০) এবং রোকসানা আক্তার (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সম্প্রতি রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে জেলা প্রশাসনের কাছে অভিযান চালানোর আবেদন জমা পড়ে, যার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ১,০০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩-৪ গুণ রোগী ভর্তি থাকে। দালালদের সক্রিয়তা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই অভিযান সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর