• বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ড্যাফোডিল আন্তঃজেলা ক্রীড়া কার্নিভালের চ্যাম্পিয়ন নওগাঁ জেলা ড্যাফোডিলে আন্তঃজেলা ক্রীড়া কার্নিভালে ফাইনালে নওগাঁ  রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নাসির হোসেন অস্থিরের পক্ষ থেকে রাজশাহী বার এসোসিয়েশনে বই প্রদান রাজশাহীর মহানগরীর আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যাবসা  রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কর্মী সভা  ঈশ্বরদীতে সন্ত্রাসী কে ‘ইঞ্জিনিয়ার কাক ’ নাকি ‘জাকারিয়া পিন্টু’ ও তার ভাই! ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মিসভায় নয়ন-কৌশিক-নাহিদের নেতৃত্বে ৪ শতাধিক কর্মীর যোগদান জেসিএমএস বিভাগের প্রাণবন্ত ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাড়াশে মোটর সাইকেল বাইসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২

admin / ৯৮ টাইম ভিউ
আপডেট: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির কারণে মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৩৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল চালক ইদ্রিস
তাড়াশ পৌর সদরের ভাদাস মধ্যপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর  আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় তিনজনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর