• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সরকারি ফান্ডে যাকাত প্রদানে জেলা প্রশাসক মুফিদুল আলম এর আহ্বান

admin / ৪৭ টাইম ভিউ
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার অনুষ্ঠানটি রবিবার (০৯ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হাবেজ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি মো. মুফিদুল আলম।

জেলা প্রশাসক মুফিদুল আলম বক্তৃতায় বলেন, যাকাত প্রদান করলে ধনীদের ধন কমে না পরম পরিশুদ্ধ হয়। যার সকলেই যার যার কিছু অংশ সরকারি যাকাত ফান্ডে প্রদান করে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। বিভিন্ন মসজিদের ইমাম খতিব বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেমিনারে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সেমিনারে বক্তৃতা করেন ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমামগণ। সেমিনারে জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর