• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহে চুরিকাঘাতে গুরুতর আহত খোকন, রহস্যজনক পরিস্থিতিতে থানায় অভিযোগ করা হয়নি

admin / ৪৩ টাইম ভিউ
আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ৪ ফেব্রুয়ারি রাতে চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আব্দুর রশিদের পুত্র খোকন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে খোকনকে তার ফুফাতো বোন জামাই কেরামত মুঠোফোনে ডেকে নিয়ে আসে কোনাপাড়া চরে। কিছুক্ষণ পর, কে বা কারা খোকনকে পিছন থেকে চুরিকাঘাত করে গুরুতর আহত করে।

খোকন প্রাণে বাঁচতে দৌড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কেরামত পলাতক থাকলেও, তার সহযোগী লাল মিয়া আটক হলেও রহস্যজনকভাবে খোকনের পিতা আব্দুর রশিদ তাকে ছেড়ে দেন। পরে লাল মিয়া লাপাত্তা হয়ে যায়।

জানা গেছে, খোকনের পিতা আব্দুর রশিদের সাথে তার চাচাতো ভাই আবু সাঈদ, ফখরুল ও আমিরুলসহ সাইদ গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। খোকনের অভিযোগ, সাইদ গংরা তার পিতার প্রায় কোটি টাকা মূল্যের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। অন্যদিকে, সাইদ গংদের দাবি, আব্দুর রশিদ খোকনকে মেরে তাদের ফাঁসানোর চেষ্টা করেছেন।

এদিকে, ঘটনার পর খোকনের পিতা আব্দুর রশিদ থানায় অভিযোগ না দেয়ায় স্থানীয়রা বিস্মিত। তবে খোকন নিজে সন্দেহ প্রকাশ করেছেন তার চাচা আবু সাঈদ গংদের বিরুদ্ধে, কারণ তাদের দখলে রয়েছে আব্দুর রশিদের জমি।

খোকন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ না আসলেও, তদন্ত চলছে এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নেক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর