• বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ড্যাফোডিল আন্তঃজেলা ক্রীড়া কার্নিভালের চ্যাম্পিয়ন নওগাঁ জেলা ড্যাফোডিলে আন্তঃজেলা ক্রীড়া কার্নিভালে ফাইনালে নওগাঁ  রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নাসির হোসেন অস্থিরের পক্ষ থেকে রাজশাহী বার এসোসিয়েশনে বই প্রদান রাজশাহীর মহানগরীর আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যাবসা  রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কর্মী সভা  ঈশ্বরদীতে সন্ত্রাসী কে ‘ইঞ্জিনিয়ার কাক ’ নাকি ‘জাকারিয়া পিন্টু’ ও তার ভাই! ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মিসভায় নয়ন-কৌশিক-নাহিদের নেতৃত্বে ৪ শতাধিক কর্মীর যোগদান জেসিএমএস বিভাগের প্রাণবন্ত ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে মুদী ব্যাবসায়ী কে হত্যা

admin / ৯৫ টাইম ভিউ
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে রাসেল মিযা(৪০) মুদী ব্যাবসায়ী কে হত্যার ঘটনা ঘটেছে। গত (২৬ ফেব্রুয়ারী) বুধবার বিকালে তারাকান্দা উপজেলা’র ১০ নং বিসকা ইউনিয়নের বিসকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৪০) মৃত শামছুল হক এর পুত্র ।

প্রত্যক্ষদর্শী ও নিহত রাসেল মিয়া’ র পরিবার সূত্রে জানা গেছে, বিসকা
স্বতন্ত্র ইবতাদায়ী মাদ্রাসা’র জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ রফিকুল ইসলাম রবি গংদের সাথে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিগত সময়ে দফায় দফায় দরবার সালিস হলেও কোন সুরাহ হয়নি।

ঘটনার দিন গত বুধবার বিকালে রবি গংরা মাদ্রাসা’র গাছ কাটা’র সময় রাসেল মিয়া বাঁধা দেয়ায় রফিকুল ইসলাম রবি, (৩৮)কামরুল ইসলাম, (৩৫) শহীদুল ইসলাম( ৪০) সর্বপিতা সুরুজ আলী, খোকন (২৫) (ছাত্রলীগ নেতা) ইমন (২২) উভয় পিতা শহীদুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাবনী আক্তার স্বামী রফিকুল ইসলাম রবি, রবিলা স্বামী শহীদুল ইসলাম সহ আরো কয়েকজন মিলে রাসেল মিয়া কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে!

হামলায় রাসেল মিয়া ও আহত হলে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল কে মৃত ঘোষণা করেন। মাদ্রাসা’র প্রধান শিক্ষক জুলফিকার আলি শাহজাহান জানান, রাসেল মিয়া’র দাদা মরহুম হাজী কেতর আলী মন্ডলের ৪৫ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত বিসকা স্বতন্ত্র এবতাদায়ী মাদ্রাসা’র জায়গা টি একই গ্রামের রফিকুল ইসলাম রবি গংরা তাদের জমি দাবী করে দীর্ঘদিন যাবত বিরোধ চালিয়ে আসছিলো।

এ নিয়ে গ্রাম্য সালিসি বসলেও তারা তাদের দাবীর পক্ষে কোন কাগজ পত্র দেখাতে পারেনি। মাদ্রাসা’ র নামে সাব কাওলা দলিল থাকার পরও থামেনি তাদের অরাজকতা। কিছুদিন পর পর এ নিয়ে চলতো কথা কাটাকাটি। জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল তার ই জের হিসাবে এ হত্যাকান্ড।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ‘ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইনগত ব্যবস্থা নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর