• বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ড্যাফোডিল আন্তঃজেলা ক্রীড়া কার্নিভালের চ্যাম্পিয়ন নওগাঁ জেলা ড্যাফোডিলে আন্তঃজেলা ক্রীড়া কার্নিভালে ফাইনালে নওগাঁ  রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নাসির হোসেন অস্থিরের পক্ষ থেকে রাজশাহী বার এসোসিয়েশনে বই প্রদান রাজশাহীর মহানগরীর আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যাবসা  রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের কর্মী সভা  ঈশ্বরদীতে সন্ত্রাসী কে ‘ইঞ্জিনিয়ার কাক ’ নাকি ‘জাকারিয়া পিন্টু’ ও তার ভাই! ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মিসভায় নয়ন-কৌশিক-নাহিদের নেতৃত্বে ৪ শতাধিক কর্মীর যোগদান জেসিএমএস বিভাগের প্রাণবন্ত ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার -১১

admin / ৩৫ টাইম ভিউ
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুততম শেষ করতে নিয়মিত অভিযান চলছে।

এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ স্বপনকে গ্রেফতার করে। এসআই মাকসুমুল হাসান খালিদ, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অপরহন মামলার আসামী মোঃ আল রিয়াদ, এসআই মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ পারভেজে মোশাররফ ওরফে পিয়াল, দেওয়ান নাহিয়ান বিদেশি মদসহ গ্রেফতার করে।

এসআই মোঃ মোজাম্মেল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ আনায়ারুল কাদির, মোঃ শামীম রাজ্জাককে (হিমেল) গ্রেফতার করে। এছাড়া এসআই সজীব কোচ, এসআই গোলাম রব্বানী, এএসআই মাহমুদুল হাসান জামান, এএসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সাদ্দাম হোসেন, মাহমুদ হাফেজ, মাহামুদুল হক ওরফে মাহামুদুল হাসান ও তুষার। তাদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক এস এম নুর মোহাম্মদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর