নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকালে তাড়াশ ডিগ্রী কলেজ চত্বরে তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। বক্তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সকলকে মাঠে নামতে হবে এবং দলীয় চেতনা ও আদর্শ ধরে রাখতেই আমরা সকলে মিলে একসাথে কাজ করবো। উক্ত অনুষ্ঠানে
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভা শেষ করার আগে দেশ ও জাতীয় কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ অনুষ্ঠানে বক্তারা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা সাইদুর হোসেন,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপির যুবদল নেতা আমিনুল ইসলাম আমিন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরহাদ আলী,মৎস্যজীবি দলের আহবায়ক নায়েব আলী,সদস্য সচিব আব্দুর রহমান, জিয়া মঞ্চের আহবায়ক মির্জা আব্দুর রশিদ বকুল,মোঃ ইয়ার আলী,মোঃ ফজলুল হক প্রমুখ।