নিজস্ব প্রতিবেদক
“সাম্য ও সমতায় ,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সমবায়ী ও জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীনবন্ধু মৃধা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায়ী গোলাম কিবরিয়া উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাড়াশ থানার ওসি (তদন্ত) রূপকর, উপজেলা কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা হয়রত আলী, নির্বাচন কর্মকর্তা গোলাম আজম, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, বিআরডিবি চেয়ারম্যান শরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, দেশীগ্রাম আশার আলো সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষমীহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে জাগ্রত ও অর্থবহ করে তুলতে হবে।