নিজস্ব প্রতিবেদক
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে তাড়াশ উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া বাজারে ইউনিয়ন যুবদলের আহবায়ক আল-আমীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শুকুর মির্জা ও এসএম রুহুল প্রমুখ।
সভায় আগামী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে কর্মীদের মধ্যে পরিকল্পনা ও দায়িত্ববন্টন নিয়ে বিস্তারিত আরোচনা ও পরামর্শ দেয়া হয়।