নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সামাজিক অনুষ্ঠানের ছবিকে রাজনৈতিক বলে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মো হিমেল নামে এক ব্যক্তি।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৬ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিমেল বলেন, এডিট করে ফেইসবুকে ছবি দিয়ে অপ্রচার চালাচ্ছে একটি মহল । ছবিগুলো কোন রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এই ছবিগুলো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের।
তিনি আরও বলেন, এই অশুভ চক্র এসব ছবি প্রচার করে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। রাজশাহী বাসি অবগত আছেন যে, বালিয়াপুকুর এলাকায় মানুষগণ শান্তি প্রিয়। প্রতিবছর ঈদ পূর্ণমিলনী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলা কর্মসুচি উদযাপন করে থাকে । ছবিগুলো এই অনুষ্ঠাগুলোতে উঠানো হয়।
এই ব্যাপারে আর.এম.পি কমিশনার এর আসু-হস্তক্ষেপ কামনা করে হিমেল বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি বলে প্রচার করার চেষ্টা করছে তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে।
হিমেল বলেন, আমরা কোন আওয়ামীলীগের বা ফ্যাসিবাদ কোন দলের সাথে জড়িত নয়। আমাদের আওয়ামলীগের কোন পদ, পদবী সাথে জড়িত নয়। হান্নানের পরিবার ১৯৭৮ সাল থেকে পারিবারিকভাবে বিএনপির সাথে জড়িত।