• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

অভিযোগ পাওয়ার সাথেসাথেই মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার করলো ওসি মোস্তাক 

Ratul Rahat / ৯৮ টাইম ভিউ
আপডেট: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

রাউফ উদ্দীন রাফি:

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের নেতৃত্বে আত্মসাৎকৃত একটি মাল্টিমিডিয়া বোর্ড উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ মে) মজনু আহমেদ সাগর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ গিয়ে বোর্ডটি উদ্ধার করে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সাগরের সাবেক স্ত্রী মাহবুবা খাতুন নীলা (৩৮) সাগর সাইন্স একাডেমি থেকে মাল্টিমিডিয়া বোর্ডসহ বিভিন্ন মালামাল বের করে নিয়ে যায়। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে নিউমার্কেটের একটি দোকানে ডিসপ্লে করে রাখে। বিক্রি না হওয়ায় গত ১৫ জানুয়ারি নীলা বোর্ডটি তার বাসায় নিয়ে যায়। মজনু আহমেদ সাগর বোর্ডটি চাইতে গেলে মোসা মাহবুবা খাতুন নীলা (৩৮) ও তার ভাই মো মাহবুবুর রহমান মাসুম (৪০), সাগর ও তার ভাইকে এলাকা থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

 

ওসি মোস্তাক আহমেদ জানান, “অপরাধী যতোই চতুর হোক না কেন, আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। আমরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা সচেষ্ট।” অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বোর্ডটি উদ্ধার করে আসল মালিকের কাছে হস্তান্তর করি ।

 

মজনু আহমেদ সাগর পুলিশের এই সফলতাকে স্বাগত জানিয়েছে এবং ওসি মোস্তাক আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন।

সাগর আরও বলেন, আমার নামে যে মিথ্যা মামলা হয়েছে সেগুলোর সঠিক তদন্ত চাই এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর