বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর-গোদাগাড়ী আয়োজিত এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কাকনহাটে অনুষ্ঠিত এ সমাবেশে মোটরসাইকেল, মাইক্রোবাস, কার, লেগুনা ও বাসে করে শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হন গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. নওশাদ আলী।
এ সময় নওশাদ আলী বলেন, আমাদের মূল লক্ষ্য ৩১ দফা বাস্তবায়ন করা। বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়িত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান (মশি)।
প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, যুব সমাজই দেশের শক্তি। এই শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
এ সময় তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশস্থল স্লোগান ও ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।