• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাজশাহীতে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা

Ratul Rahat / ৯২ টাইম ভিউ
আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন গৌরহাঙ্গা জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান মুকুল-এর বিরুদ্ধে মসজিদের তহবিল থেকে ৫ লাখ ৩৫ হাজার টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ২২/২৬৯ ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গৌরহাঙ্গা এলাকার বাসিন্দা ও বর্তমান মসজিদ কমিটির সভাপতি মোঃ আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী কামরুজ্জামান মুকুল হ্মমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ ছয় বছর ধরে গৌরহাঙ্গা জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি তার কার্যক্রমে অনিয়ম ও হিসাব গরমিল ধরা পড়ায় মসজিদ কমিটি এক বিশেষ সভা পরিচলানা তাকে পদ থেকে অপসারণ করে।

 

আজিজুল ইসলামের অভিযোগ, অপসারণের পর জানা যায়, মুকুল মসজিদ কর্তৃক পরিচালিত গৌরহাঙ্গা ফুরকানিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করে গৌরহাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার নামে ডিসি অফিস থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং একটি ভূয়া ইটভাটার নামে আরও ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। সর্বমোট ৫ লাখ ৩৫ হাজার টাকা তিনি আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

মসজিদ কমিটির পক্ষ থেকে গত ২৭ এপ্রিল ডাকযোগে নোটিশ পাঠানো হলেও মুকুল হাজির হননি। পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাদী ব্যাংক হিসাব যাচাই করে অর্থের গরমিল শনাক্ত করেন।

 

আজিজুল ইসলামের দাবি, গত ৭ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে মুকুল উক্ত অর্থ গ্রহণের কথা স্বীকার করলেও ফেরত দিতে অস্বীকৃতি জানান।

 

তিনি বলেন, মসজিদের অর্থ আত্মসাৎ করে ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।

 

এ বিষয়ে মোঃ কামরুজ্জামান মুকুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ আগস্ট কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে সনদ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়।

 

এছাড়া, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী মারুফা খানমের বিরুদ্ধেও পৃথক মামলা করে দুদক।

 

আরও জানা যায়, ২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খোকন আলী নামে এক ব্যক্তি খুন হন। সেই খুনের মামলায় কামরুজ্জামান মুকুলকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হলেও, তৎকালীন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে মামলার থেকে খালাস পায় বলে জানা গেছে।

 

স্থানীয়রা বলছেন, এমন ব্যক্তি ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের জন্য হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর