মোঃজিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন কাউন্সিল উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এম. ছানোয়ার হোসেন সাজু। তিনি তাড়াশ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বর্তমানে তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম. ছানোয়ার হোসেন সাজু এক বিবৃতিতে বলেন, তাড়াশ পৌর বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি কাজ করে যেতে চান। এজন্য তিনি পৌরবাসীর সম্মানিত সকল জনগণসহ তাড়াশ উপজেলা বাসীর সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি আরও জানান, দলের ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তিনি সবসময় নিরলসভাবে কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী কাউন্সিলে দলের নেতাকর্মীরা তাঁর পাশে দাঁড়াবেন এবং যোগ্যতার ভিত্তিতে তাঁকে সমর্থন জানাবেন।
তাড়াশ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা জানান, এম. ছানোয়ার হোসেন সাজু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। ফলে তাঁর প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।