নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এ বিষয়ে তারা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হেলাল সরকার নামে এক ব্যক্তি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মৌজার আরএস ৫৮৭ দাগে চারতলা ভবন নির্মাণ করছেন। নিয়ম অনুযায়ী ভবনের চারপাশে খালি জায়গা রাখার বাধ্যবাধকতা থাকলেও তিনি সীমানা প্রাচীর ঘেঁষেই নির্মাণকাজ চালাচ্ছেন। এতে আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রতিবেশীরা জানান, ভবনের সামনে মাত্র ৬ ফুট প্রশস্ত সরু রাস্তা থাকায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশের ভবনের চলাচল ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা অবৈধ নির্মাণ বন্ধ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হেলাল বলেন, রাজশাহী শহরে কেউ জায়গা ছেড়ে বাসা করে না। সর্বোচ্চ ১.৫ ফিট জায়গা ছাড়ে আমি ২ ফিট জায়গা ছেড়েছি। জানালার একটা ডিজাইন ১০ ইঞ্চি করার কথা ছিলো সেটি আলোচনা করে ৪ ইঞ্চি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com