নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, গজল পরিবেশনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল। আলোচনা সভায় অংশ নেন অত্র কলেজের উপাধাক্ষ্য শাহাদত হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান। হামদ-নাত পরিবেশনা করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিচি খাতুন ও হাফসা খাতুন । এ সময় বক্তারা মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব।
শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস জামাদার।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com