মোঃজিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ- সভাপতি রফিকুল ইসলাম সদস্য মোঃজিপরুল হোসাইন প্রমূখ।
এ সময় কৃষকদের মাঝে ১ বিঘা জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com