মোঃজিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ওএমএস’র (ওপেন মার্কেট সেল ) চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল থেকে উপজেলার ১৬ টি স্থানে ওই চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নে ৮ হাজার ৮৪৫টি কার্ডধারী পরিবার প্রতি কেজি ১৫ টাকা ধরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন ও পৌষার বাজার এলাকায় ওই চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হাসান। তিনি জানান, উপজেলার ৮ টি ইউনিয়নের ১৬ টি স্থানে ১৬ জন ডিলাড়ের মাধ্যেমে চাল বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূটি আওতায় ৮ হাজার ৮৪৫ টি কার্ডধারী পরিবার ১৫ টাকা ধরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। পুরো উপজেলায় ২ লাখ ৬৫ হাজার ৩৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। এতে ওই সকল পরিবারের খাদ্য ঘাটতি অনেকটাই পূরণ হবে। পরে খাদ্য নিয়ন্ত্রক চাল বিক্রির সকল স্থান ঘুরে দেখেন।
মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের বিক্রয় কেন্দ্রে ওমমএস’র চাল কিনতে আসা র্কাডধারী আঙ্গুর হোসেন জানান, স্বল্প মূল্যে কেনা ওই ৩০ কেজি চাল আমার পরিবারের খাদ্য চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন, আমরা সুষ্ঠ-সুন্দর ভাবে ওই চাল কিনতে পেরেছি। কোন ভোগান্তিতে পড়তে হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com