মোঃজিপরুল হোসাইন স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন চাষের ভরা মৌসুমে এক কৃষকের এক বিঘা জমির বীজ তলা আগাছানাশক ঔষধ ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ওই বীজতলা দিয়ে কৃষক ৫০ থেকে ৬০ বিঘা জমি রোপা আমন ধান রোপণ করতে পারতেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের পূর্ব মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোজাম্মেল হোসেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রুস্তম আলী জানান, ওই জমির বীজতলা দিয়ে তিনি ৫০ থেকে ৬০ বিঘা জমি রোপা আমন ধান রোপণ করতে পারতেন। কিন্তু রাতের আঁধারে দূর্বৃত্তরা আমার কাটারী ভোগ ধানের বীজতলা অগাছা নাশক বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। এখন ৫০ বিঘা জমির বীজতলা কিনতে আমার লক্ষাধিক লাগবে। এতে আমি অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতির মূখে পড়েছি। পুড়ে যাওয়া বীজতলার ক্ষেত উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারী সহায়তা দেয়ার আস্বাস দিয়েছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, বালাই নাশক স্প্রে করে বীজতলা পুরিয়ে দেওয়া দূর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com