প্রীতু, রাজশাহী :
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের পেশাগত কার্যক্রমে তথ্যভিত্তিক জ্ঞান চর্চা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নাসির হোসেন অস্থিরের পক্ষ থেকে ৯টি মূল্যবান বইয়ের সংকলন প্রদান করা হয়েছে।
বইগুলো বুধবার (৭ আগস্টরাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো জমসেদ আলী বরাবর হস্তান্তর করা হয়। এ সময় বারের অন্যান্য সিনিয়র আইনজীবী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এড. জমসেদ আলী বইগুলো গ্রহণ করে নাসির হোসেন অস্থিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই বইগুলো আইনজীবীদের জ্ঞানচর্চা, রেফারেন্স ও গবেষণামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আইনপেশার উৎকর্ষ সাধনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ইতিবাচক প্রভাব ফেলবে।
উপস্থিত বক্তারা বই দানকে জ্ঞানের অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এটি রাজশাহী বারের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় সাবেক সাধারণ সম্পাদক এড এমদাদুল হক বাবু, এড সাদিকুল ইসলাম সোহাগ, রাজশাহী মহানগর সাবেক ছাত্রদল নেতা শহিদুল, হরিয়ানী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদুল উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com