নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরে অবস্থিত ৪ টি আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসার পাশাপাশি মাদক ব্যাবসা পুলিশ ডিবি র্যাব অভিযান পরিচালনা করলেও থামছে না এই দেহ ব্যবসা।
এসব আবাসিক হোটেল গুলোতে দেহ ব্যবসার পাশাপাশি চলে মাদক সেবন। এতে অপরাধ বৃদ্ধি পাচ্ছে দিন দিন শহরের প্রাণকেন্দ্রে সাহেব বাজার এলাকায় ৩টি আবাসিক হোটেলে চলছে এই অবৈধ দেহ ব্যবসা। হোটেল গুলোতে উরতি বয়সের ছেলে মেয়েদের আনাগোনা বেশি।
নগরীর ভুবন মোহন পার্ক) এলাকার অবস্থিত পদ্মা হোটেল, মালোপাড়া স্বর্নপট্টি এলাকার হোটেল ওয়েলকাম, হোটেল সূর্যমুখী জিপিও সংলগ্ন বনলতা। এই সকল আবাসিক হোটেলের মূল হোতা সোহেল,মনির ও আজাদ। আবাসিক হোটেল নামে পরিচিত থাকলেও দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার আড়ালে চলছে অনৈতিক ও অসামাজিক কার্যকালাপ। আর এই হোটেল গুলোতে উঠতি বয়সি ছেলে মেয়েদের আনাগোনাই বেশি।
বিশেষ করে কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দীর্ঘ দিন ধরে হোটেল গুলোতে এই ব্যবসা চলার বিষয়টি শিকার করেছেন হোটেল গুলোর ম্যানেজাররা। সরেজমিন গিয়ে দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে কয়েকজন দালাল যারা কাস্টমার নিয়ে হোটেল যান।
উল্লেখ্য পুলিশ ডিবি প্রতিনিয়ত আবাসিক হোটেল গুলোতে অভিযান অব্যাহিত রেখেছেন। তবুও আড়ালে হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা।
এ বিষয়ে জানতে চাইলে সূর্যমুখী হোটেলে মালিক মনির কে একাধিক বার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি বলেন এই বিষয়ে আমরা অবগত নই। তবে সঠিক তথ্য পেলে ব্যবস্থা নিবো
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com