সাহিদ হাসান:
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল ও ইষ্টার্ন ইউনিভার্সিটি ছাত্রদলসহ ৪ টি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মিসভা ও “৩১ দফা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মিসভায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদপ্রার্থী নয়ন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক ও সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানের নেতৃত্বে চার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মিসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ আবু হোরায়রা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সায়মুন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মানিক, সহ সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল বিপ্লব।
মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক শায়খুল হোসেন রিফাত, যুগ্ম সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার ও ছাত্রদল নেতা মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইষ্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো ওসমান শেখ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য।
সভায় ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এই কর্মিসভার মাধ্যমে সংগঠনের ভেতরে ঐক্য, শৃঙ্খলা এবং আদর্শিক ধারার গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যতে রাজপথের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com