সাহিদ হাসান:
স্থানীয়ভাবে নানা ধরনের অভিযোগ ও বিতর্ক সত্ত্বেও বহাল তবিয়তে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত মোতালেব হোসেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ওসি তদন্তের বিরুদ্ধে ঘুষ লেনদেন, প্রভাবশালীদের পক্ষ নেওয়া এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। তবুও কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো দৃশ্যমান ব্যবস্থা।
জানা যায়, অভিযুক্ত ওসি তদন্ত দীর্ঘদিন ধরে একই এলাকায় দায়িত্ব পালন করছেন। সম্প্রীতি সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে হত্যার হুমকি দেয় বলে জানা যায়। এছাড়াও মোটা অংকের টাকার বিনিময়ে ব্যবসিকের নামে মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় কোনো প্রকার তদন্ত ছাড়া অর্থের বিনিময়ে এক শিক্ষকের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয় ।
একাধিক অভিযোগ থাকার পরও ওসি তদন্ত বহাল তবিয়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক মহল।
ভুক্তভুগী সাংবাদিক রাজীব আলী বলেন, অভিযুক্ত এই ওসি তদন্তকে দ্রুত অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
ভুক্তভোগী মাসুম রেজা হামীম বলেন, আমার নামে মামলা দেয়ার ক্ষেত্রে ওসি তদন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। মামলার বাদী মাসুদুর রহমানের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মামলাটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি তদন্ত মোতালেবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
আরএমপি মিডিয়া জানান, কিছু অভিযোগের বিষয়ে আমরা অবগত আছি। সেগুলো খতিয়ে দেখছি তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনমনে প্রশ্ন একজন কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ থাকার পরও কেন তদন্ত কিংবা বদলির কোনো উদ্যোগ নেই?
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com