মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চলতি মৌসুমে কাজিপুরের সোনামুখীতে নিম্নমানের ভুট্টা বীজ সরবরাহ করায় শতাধিক কৃষকের মাথায় হাত। সর জমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সোনামুখী এলাকার স্থানীয় স্যার ও বীজ ব্যবসায়ীআব্দুল আজিজ দোলন মাস্টার ও একই বাজারের রফিকুল ইসলাম নামের ২ জন সার-বীজ ব্যবসায়ীর নিকট থেকে ফরহাদ শীড কোম্পানির টপ লিডার নামের ভুট্টা বীজ নিয়ে চাষাবাদ করে। কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা বিঘাপ্রতি (৩৩ শতাংশে) ৪০/৫০ মন করে উৎপাদন হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন। ব্যবসায়ীদের চটকদার কথাবার্তায় উচ্চ মূল্যে কৃষকরা ওই বীজ ক্রয় করে জমিতে রোপন করেন। এদিকে যথারীতি খরচ খরচা করার পরেও কৃষকেরা কাঙ্খিত উৎপাদন তো দূরে থাক জমিতে ১৫ থেকে ১৬ মন করে ভুট্টা উৎপাদন হয় ।
শুধু তাই নয় উৎপাদিত ভুট্টা অত্যন্ত নিম্নমানের হওয়ায় বাজারে চাহিদা না থাকায় প্রচলিত বাজার হতে কম দামে বিক্রয় করতে বাধ্য হচ্ছেন। একটি সূত্রে জানাগেছে কোম্পানির প্রতিনিধিরা জালজালিয়াতির আশ্রয় নিয়ে স্থানীয় বাজার থেকে যেনতেন বীজ সংগ্রহ করে প্যাকেটজাত করে কষকদের মাঝে সরবরাহ করেছে। এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান আমার কাছে লিখিত অভিযোগ এসেছে এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com