মজিবর রহমান
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে গলাকাটা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান।
শনিবার ১১টার দিকে তাড়াশ - রানিরহাট রাস্তার আসানবাড়ী নামক স্থানে রাস্তার পশ্চিম অংশে ফসলী জমির আল থেকে রাশিদুল হাসার (৩৬) নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রাশিদুল হাসান পৌর শহরের উলিপুর মহল্লার তুফান সরকারের ছেলে পেশায় তিনি পিক আপ চালক ছিলেন । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টায় এলাকাবাসী উক্ত স্থানে ওই ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ লাশটি উদ্ধার করে । তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সুরতাল রিপোর্ট তৈরি করে লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com