স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জে ১১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল গত (১৭এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৪:৫০ মিনিটে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর, কড্ডার মোড়রস্থ মিয়াবাড়ি মার্কেটের বিসমিল্লাহ সুইট ভান্ডারের সামনে ফাঁকা জায়গায় তিন জন ব্যক্তিকে তল্লাশি করে ১১ কেজিও নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেন। মাদক কারবারিরা হলেন, মোঃ এমান আলী (৪০), পিতা-মোঃ মোন্নাফ, সাং-এনায়েতপুর (গুচ্ছগ্রাম), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, মোঃ ওয়াজেদ আলী সরকার (৬৭), পিতা-মৃত আব্দুল মজিদ সরকার, সাং-পূর্ব মোহনপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ও মোঃ ইউসুফ আলী (৪৬), পিতা-সুবহান আলী, সাং-সিনজার কুঠিরচর, থানা-ভুরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com