নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ মাদক ও অপরাধবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল দোগাছি পাড়ার বাদল হোসেন (৪০) ও ধুন্দার দারগা পাড়ার জাহিদ হাসান (২৬)। বুধবার (১৬এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে গত মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল দোগাছি পাড়ায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ বাদল হোসেনকে এবং কুন্দারহাট এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত অসামী জাহিদ হাসানকে গ্রেফতার করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে একজন এবং ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেফতার করে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com