আমিনুল হকসিংড়া,(নাটোর) প্রতিনিধি:
রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে নাটোরের সিংড়ায় এক পুকুরে পাবদা মাছের রেনু বিষ দিয়ে নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে
উপজেলার ৩ নং ইটালি ইউনিয়নের মুন্সি বাসবাড়ীয়া গ্রামের আব্দুর রহমান প্রামানিকের ছেলে টেম্পু চালক আব্দুল মালেক প্রামানিক এর লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মৎস্য চাষী আব্দুল মালেক জানান, তুলাপাড়া বাঁশবাড়িয়া দূর্গা মন্দিরের পূর্ব পাশে গত ২ বছর পূর্বে ০৩ বিঘা মন্দিরের পুকুর আমি লীজ নিয়ে চাষাবাদ করছিলাম । উক্ত পুকুরে পাবদা মাছের রেনু চাষ করেছিলাম। ঘটনার দিন গত (১৩ এপ্রিল) তারিখে আনুমানিক রাত্রী সাড়ে ১১ টার সময় পুকুরের মাছকে খাদ্য দিয়ে বাড়িতে চলে আসি। অদ্য (১৪ই এপ্রিল) তারিখ আনুমানিক সকাল ৫ ঘটিকার সময় আমি আমার লীজকৃত পুকুরে গিয়ে দেখি পুকুরে পাবদা মাছ মরে পানিতে ভেসে উঠেছে। অদ্য (১৪ এপ্রিল) তারিখ আনুমানিক রাত্রী ১২ ঘটিকা হইতে একই তারিখ আনুমানিক ভোর রাত্রী সাড়ে ৪ ঘটিকার মধ্যে যেকোন সময় কে বা কাহারা অজ্ঞাত নামা ব্যক্তি আমার ০৩ বিঘা লীজকৃত পুকুরের পানিতে বিষ দেয়। যাতে আমার ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার প্রায় সাত লক্ষ পাবদা মাছ মরে যায়। এমতাবস্থায় ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com