স্টাফ রিপোর্টারসি
রাজগঞ্জের তাড়াশে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধা বঞ্চিত হত দরিদ্র শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশ'র উদ্যোগে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভিলেজ ভিশন বাংলাদেশ'র পরিচালক শরীফ খন্দকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলহাজ আলী রনি,মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় হত দরিদ্র ২৩ জন শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক, টুপি,স্যান্ডেল,আতর,ব্রাশ,মেহেদী, সেমাই, চিনি,গুরা দুধ ইত্যাদি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com