মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল টিনের ঘরের চালা কেটে ভিতরে ঢুকে মোবাইল ফোনসেট, কসমেটিকস ও নগদ অর্থ নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পরে যেকোন সময়ে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইত্যাদি স্টোরের মালিক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই। দোকান থেকে দুইশ পিচ বাটন মোবাইল ফোনসেট নিয়ে গেছে যার মূল্য প্রায় সাড়ে তিনলক্ষ টাকা।
ক্ষতিগ্রন্থ ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ হিটলার জানান, দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আকাশমনি গাছ বেয়ে উঠে টিনের চালা কেটে ভেতরে ঢুকেছে চোর। এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com