স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌষার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পরে থাকা সরকারি ও. এম. এস. এর ২১ বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ নূরুল ইসলাম।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৩ টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা ওই ২১ বস্তা চাল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত অবস্থায় থাকা সরকারি ও. এম.এস. এর ২১ বস্তা চাল রাস্তায় পরে ছিলো । তারপর ইউএনও স্যারকে অবহিত করা হয়। তাৎক্ষণিক ইউএনও স্যার এসে চালগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ নূরুল ইসলাম জানান, পৌষার এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় সরকারি ও. এম. এস. এর ২১ বস্তা চাল পাওয়ায় য়ায়। পরবর্তীতে চালগুলো উদ্ধার করে উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com