মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
OAB Foundation এর উদ্যোগে রচনা প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। তরুণদের কণ্ঠস্বর গড়ে তুলবে নতুন বাংলাদেশ এই শিরোনামে আয়োজন করা হচ্ছে OAB Foundation এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের রচনা প্রতিযোগিতা।
OAB Foundation আয়োজিত বাংলাদেশ ২.০ জাতীয় রচনা প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণ করো এবং তুলে ধরো ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমি ও নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তোমার বিশ্লেষণ। আয়োজনে অংশ নিতে রেজিষ্ট্রেশন করুন,OAB Foundation ফেজবুক পেইজে লিংকে গিয়ে। বিজয়ীদের জন্য থাকছে,আকর্ষণীয় পুরস্কারসহ প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ই-সার্টিফিকেট এবং বিজয়ী রচনা প্রকাশিত হবে OAB Foundation -এর ওয়েবসাইটে।
রচনা জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ মার্চ এবং ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৬ মার্চ বুধবার।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com