স্টাফ রিপোর্টার
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে
আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেরা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রগতিশীল নারী আন্দোলন ফাউন্ডেনের পরিচালক রোকসানা রুপা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ শাহাদত হোসেন প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, সমাজে নারীদের সম্মান দেখাতে হবে। কেননা নারী একজন মা, ভগ্নি ও কন্যা। মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীরাই কৃষি কাজের উদ্ভাবক। পুরুষদের প্রেরণার উৎস। তাই নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com