মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো হাফিজার রহমানের মেয়ে টুল্লি (৮)ও হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা (৮)। তারা পরস্পর মামাতো ফুপাতো বোন। একই বাড়িতে তারা বাস করতো। শুক্রবার দুপুরে বাড়ির পাশে বালু তোলার ফলে সৃষ্ট ডোবার পানি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনেরা। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতদের চাচা আব্দুল বারিক জানান, সকাল দশটা থেকে ওই শিশুদের পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের বালু তোলার ফলে সৃষ্ট গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান,পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আপন মামাতো ফাপাতো বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com