নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
জুলাই বিল্পবে পুলিশের গুলিতে নিহত নন্দীগ্রামের শহীদ সোহেলের পরিবারের নিকট পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলার মানবকি জেলা প্রশাসক হোসনা আফরোজা। (৬ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা'র পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী নিয়ে সঙ্গে সঙ্গে শহীদ সোহেলের পরিবারে নিকট ছুটে যায় নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সেই উপহার সামগ্রী তুলে দেন শহীদ সোহেলের বাবা ফেরদৌস রহমানের হাতে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, জুলাই বিল্পবে শহীদ নন্দীগ্রাম উপজেলার সোহেল রানার পরিবারের নিকট বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে জেলা প্রশাসন এর পক্ষ হতে পবিত্র রমজান মাসে দেওয়া এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে বিজয় মিছিল নিয়ে গণভবনে যাওয়ার পথে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হন বগুড়ার নন্দীগ্রামের ভুস্কুর গ্রামের এই সোহেল রানা।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com