স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে রমজানকে কেন্দ্র করে দুধের মূল্য পেয়ে ৪০ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বাজারে সিন্ডিকেট তৈরী করে দাম বৃদ্ধি করার হয়েছে বলে অভিযোগ করছেন দুধ ক্রেতাগণ। মঙ্গলবার সকালে পৌর শহরের দুধের বাজারে গিয়ে দেখা গেছে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অথচ রোজার আগের দিনেও পৌর শহরসহ উপজেলার হাট-বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।
পৌর শহরে দুধের বাজারে দুধ কিনতে আসা আনিচুর রহমান বলেন, এ বাজারে সাধারণ খামারীরা নিজ হাতে দুধ বিক্রি করতে পারছেন না। বাজারে বিক্রি করতে আনা তাদের সমুদয় দুধ অল্প দামে কিনে নিচ্ছেন সিন্ডিকেট সৃষ্ঠিকারী স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান। তিনি সাধারণ ক্রেতার নিকট বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকা লিটার। ফলে ৪০ টাকার দুধ সিন্ডিকেটের কবজায় হয়ে যাচ্ছে ৯০ টাকা লিটার।
এ ব্যাপারে দুধের বাজারে সিন্ডিকেট সৃষ্ঠিকারী স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান বলেন, আমি খামারীদের দুধ কিনে বিক্রি করছি। যেহেতু এটা আমার ব্যবসা তাই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য একটু বেশি নিতে হচ্ছে।
এ প্রসঙ্গে বাজার মনিটরিংএ দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোন বিক্রেতা দুধের বাজারে সিন্ডিকেট তৈরী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com