মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সোনামুখি বাজারে অবস্থিত শিখা স্মৃতি সার্বজনিন দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার দুইদিন গড়িয়ে গেলেও সোমবার বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেননি মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের তত্বাবধায়নকারী যতন কুমার কর্মকার বলেন, রবিবার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙ্গা দেখতে পাই। পাকা মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়াঁ দেওয়া আছে। কে বা কারা বাইরে থেকে বেড়ার ফাঁক গলিয়ে মন্দিরের ভেতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমাটি ভেঙ্গে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।
কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক পরিমল কুমার তরফদার জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মন্দির কর্তৃপক্ষকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।
মন্দিরের আরেক তত্ত্বাবধানকারী উত্তম কুমার কর্মকার জানান, অভিযোগ দেবার প্রক্রিয়া চলছে। রাতেই (সোমবার) হয়তো থানায় গিয়ে অভিযোগ দেবো।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, সংবাদ পেয়ে রবিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।আর দুপুরে সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম এবং এসপি ফারুকে হোসেন স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com