নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলার সাংবাদিক জয় ফেমাস সাদ্দাম ও তার স্ত্রী শুভ জন্মদিন পালন করেন।নিজ বাস ভবনে।সাংবাদিক জয় ফেমাস সাদ্দাম বগুড়া সদর উপজেলার ছিলিমপুর উত্তর পাড়া ১৭ই ফেব্রুয়ারি দুই হাজার তিন সালে জন্মগ্রহণ করেন।পিতা মোহাম্মদ লিটন প্রাং,মাতা মোছা: ফাতেমা বেগম।সাংবাদিক জয় ফেমাস সাদ্দাম এর স্ত্রী মোছা: স্নেহা আক্তার তিনি সূত্রাপুর ১৬ই ফেব্রুয়ারি দুই হাজার ছয় সালে জন্মগ্রহণ করেন।তার পিতা মো: আমিনুল হক,মাতা মোছা: তানজিলা আক্তার।জয় ফেমাস সাদ্দাম জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকা বগুড়া বিশেষ প্রতিনিধি ও (আরজেএফ) রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন সাধারণ পরিষদ সদস্য হিসাবে নিযুক্ত আছেন।তারা বিবাহ আবদ্ধ হন ২৭/৬/২০২৩ সালে।জয় ফেমাস সাদ্দাম ও তার স্ত্রী একই সঙ্গে শুভ জন্মদিন পালন করেন নিজ বাস ভবনে।দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক ও শুভ জন্মদিনে উপলক্ষে আল্লাহ তায়ালা আপনাদেরকে হায়াত দারাজ করেন।সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “যারা ইতিমধ্যে আমাকে ভালোবেসে আমার এই ক্ষুদ্র জীবনের জন্মদিনে ফেইসবুক, মেসেঞ্জার ও মোবাইলে ফোনে কল করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনায় প্রত্যাশিত হয়েছেন প্রথমেই সেই সকল শ্রদ্ধাভাজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। কিছু মেসেজ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। আমি আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত স্বাচ্ছন্দ্যময়ী ভালোবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি!দুনিয়াতে সুস্থ থাকা সৃষ্টি কর্তার বড় নিয়ামত তাই সবার কাছে একটাই চাওয়া আমি এবং আমার পরিবার যেন সুস্থ থাকি সে জন্য দোয়া করবেন। আমি সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।”
শুভ জন্মদিনে সহকর্মীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধি সমাজ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব-শুভাকাঙ্ক্ষী অনেকেই দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com