
সিরাজগঞ্জের তাড়াশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসাইন, যুগ্ন আহ্বায়ক রাসেল রানা শাহীন, তানভীর মাসুদ, নাজমুল হুদা, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাওসার মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল সাকিব, সাংগঠনিক সম্পাদক হাবিব খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নুরুন নবি প্রমুখ। দোয়ার আগে ছাত্রদলের সদস্য সচিব শাহাদৎ হোসাইন গণতন্ত্রের মানস কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন এবং বলেন জাতি এক মাহান অভিভাবককে হারালো। শিক্ষা,ঐক্য ও প্রগতিকে সামনে রেখে খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উল্লেখ্য এসময় উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুস সালাম মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com