নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বগুড়ার আয়োজনে ও সোনালী ব্যাংক তাড়াশ শাখার সহযোগীতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্চিত কুমার বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। সোনালী ব্যাংক তাড়াশ শাখার ব্যবস্থাপক শাহীন রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের রিসোর্স র্পার্সোন, বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার, বিশেষ অতিথি, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সমন্বয়কারী, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক হাসিবুর হাসান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
কর্মশালায় বক্তাগণ এক হাজার ও পাঁচশত টাকাসহ সকল নোট চেনার সু² থেকে সু²তর উপায় ব্যাখা করেন। জালনোট সনাক্ত করণের সকল কলা কৌশালও তুলে ধরেণ্। জাল টাকা দেশের অর্থনীতিকে ব্যাপক ভাবে ক্ষতি সাধন করে, সে সম্পর্কেও উপস্থিত অংশীজনদের ধারণা দেন। এ সময় বংলাদেশ ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত অংশীজনদের নানা প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জালনোট সম্পর্কে সকলকে সজাক থাকার আহবান জানান। আসল নোট চেনার উপায় গুলো স্মরণ রাখতে অনুরোধ করেন। সেই সাথে তিনি জালনোট বহনকারীর শাস্তি সম্পর্কে সকলকে সচেতন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com